হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিযান চালিয়ে ১০টি বিদেশি ঈগল জব্দ করা হয়েছে। এ সময় ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরেএনওসি বর্হিভূত এসব ঈগল জব্দ করার পর এগুলোর আমদানিকারকের বিরুদ্ধে মামলা করা হয় এবং পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার দুপুরে এসব ঈগল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, মেসার্স সারা এগ্রো নামে আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে আনা ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বহির্ভূত ১০টি ঈগলও বাংলাদেশে নিয়ে আসে। কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত ঈগল পাখিগুলো জব্দ করে।
কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধার করা পাখিগুলোকে পরিপালন ও সংরক্ষণের জন্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours