
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসায় নিরাপত্তা প্রহরী ও আয়া পদে ২০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাদরাসাটির সুপারিনটেনডেন্ট বদরুল আলম সরকার ও ম্যানেজিং কমিটির সভাপতি আমিন আলীর বিরুদ্ধে আমরণ অনশনে নেমেছেন এক ভুক্তভোগী পরিবার।
তারা অভিযোগ করে জানান, মাদরাসায় নৈশ্য প্রহরী পদে সার্কুলেশনের আগেই উৎকোচ নিয়েও নিয়োগ না দেওয়ার ক্ষোভে তারা এই অনশন করছেন। গত শনিবার বিকেলে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাদরাসাটির নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ নিয়োগে মাদরাসাটির দাতা সদস্য তোফাজ্জল হোসেনের ছেলে সোয়েলকে নিয়োগ দেওয়ার কথা ছিল।
তাদের কাছ থেকে সার্কুলেশনের আগেই দফায় দফায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ঘুষও নিয়েছে মাদরাসার কমিটি। নিয়োগ না দেওয়ায় সকালে মাদরাসার অফিস কক্ষ তালা মেরে দেন ভুক্তভোগীরা। অফিস কক্ষের সামনেই কান্নায় ভেঙে পড়ে জ্ঞান হারান সোয়েলের মা আরজিনা বেগম।
গতকাল রোববার সকালে ভুক্তভোগী পরিবারটি মাদরাসার অফিস কক্ষে তালা লাগিয়ে দিলে বার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষা সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকে। নিয়োগে ব্যাপক অর্থ বাণিজ্য করে গা ঢাকা দিয়েছেন মাদরাসার সুপার ও সভাপতি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা।
বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, মাদরাসার নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে দফায় দফায় এই ভুক্তভোগী পরিবারটির কাছে সাড়ে ৫ লাখ টাকা নিয়েও নিয়োগ না দেওয়ায় কাজটি তারা ঠিক করেননি।
+ There are no comments
Add yours