রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দিনে ২৮৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২০৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
গত ২০ দিনে তিনটি পদে সর্বমোট ২৮৯ জন মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে আজ সোমবার সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৮ এবং সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১ জন মনোনয়নপত্র কিনেছেন।
সোমবার দুপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সিটি মেয়র প্রয়াত সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ছোট বোন পেরিন আফরোজ বেবি ও রংপুর বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জুল কবির লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক দিলীপ চন্দ্র ঘোষ, রংপুর ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুঈদ ইবনে ফেরদৌস শান্ত, রংপুর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াইস করনী বাবু প্রমুখ।
এবার তৃতীয় বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।
১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরের দিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন।
২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours