মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা ভুট্টাবোঝাই একটি জাহাজ থেকে ৪৩ লিটার বিদেশি হুইস্কি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ (২৮ নভেম্বর) শুল্ক গোয়েন্দার এক অভিযানে ওই মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের একটি দল মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা ভুট্টাবাহী একটি জাহাজ এমভি এমসিএল-৬ এর রামেজিং করে ৬১ বোতল বা ৪২.৬৫ লিটার বিদেশি হুইস্কি জব্দ করে। এ হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের ঘোষণা বহির্ভূত। জাহাজটি গত ২৭ নভেম্বর বাংলাদেশে আসে। জড়িতদের বিরুদ্ধে দি কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours