বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপের শেষ ষোলর জায়গা নিশ্চিত করে ফেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সাথেই নতুন মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা।
বিশ্বকাপের গ্রুপপর্বের মঞ্চে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে ব্রাজিল। ব্রাজিল একমাত্র দল যারা ছাড়া টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দলের নেই। সবশেষ ব্রাজিল দল গ্রুপ পর্বের ম্যাচ হেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে।
এরপর কেটে গেছে অনেক বছর, সময়ে গড়িয়ে গেছে দুই যুগ। কয়েকটি (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত ছিল। এরপর চলতি ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল।
+ There are no comments
Add yours