বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়ার ইন্তেকাল

Estimated read time 0 min read
Ad1

আজিজুল হক চৌধুরীঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুন মিয়া (৭৪) ইন্তেকাল করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) ভোর সোয়া পাঁচটায় তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তিনি ২পুত্র ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয়স্বজন গুনগ্রাহী রেখে যান। তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অধীনে প্লাটুন কমান্ডার এম এ বশরের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেন বলে জানান বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে কধুরখীল ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া কধুরখীল শাহ বদিউজ্জামান মুন্সীর বাড়ির মৃত ইয়াকুব খানের পুত্র। আজ বুধবার ২টায় কধুরখীল বায়োছিয়া মাদ্রাসা স্থান সংকুলান না হলে কধুরখীল মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান মরহুমের পুত্র মো. মহসিন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours