বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। আন্দোলনে খেলা হবে। খেলা হবে নির্বাচনে।
১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ থেকে আক্রমণ করার চেষ্টা করা হলে পাল্টা আক্রমণ করা হবে। জনগণকে নিয়ে আ. লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।
আজ (২৯ নভেম্বর) নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মিথ্যা কথা দিয়ে বিএনপি রাজনীতি করছে। মিথ্যা না থাকলে বিএনপির অস্তিত্ব থাকতো না। ১৫ আগস্টের কুশীলব ছিলেন জিয়াউর রহমান। আর বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টির উৎস হলো হাওয়া ভবন।
সারা বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি থাকলেও বাংলাদেশে তা হবে না। শেখ হাসিনার হাতে ক্ষমতা আছে বলেই বাংলাদেশ নিরাপদ রয়েছে। জনগণকে নিরাপদ রাখতে আগামীতেও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট শামছুর রহমান লিটনের (ভিপি লিটন) নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
+ There are no comments
Add yours