প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কারের অর্থ বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদেরকে বিকাশের মাধ্যমে দেওয়া পুরস্কারের অর্থের স্মারক, পদক ও ট্রফি তুলে দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে দেশজুড়ে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ ক্রীড়াবিদ দেশের ১৩টি ভেন্যুতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন।
মাসব্যাপী এ আয়োজনে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে পুরস্কারের অর্থ সরাসরি বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হয়।
আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আরও বিকশিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যক্ত করেন যে, এভাবেই তারা একদিন চূড়ান্ত উৎকর্ষ অর্জন করে বিশ্বকাপে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
+ There are no comments
Add yours