গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামে একটি সংগঠন।
আজ (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান কর্মসূচি চলছে। এতে স্টেশনের উভয় মুখে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
অবস্থান কর্মসূচিতে ১০টি দাবি তুলে ধরা হয়েছে। মাসিক টিকিট পুনরায় চালুকরণ, সব ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের উন্নয়ন এবং রেলগেটের সমস্যা দূরীকরণসহ নানা দাবি জানিয়েছে সংগঠনটি। এতে সাধারণ মানুষও যোগ দিয়েছে।
তাদের দাবি, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তঃনগর ৯টি ট্রেন স্টপেজ না দেওয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে।
সমস্যাগুলো সমাধানে দীর্ঘ দিন ধরে রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়।
+ There are no comments
Add yours