ঢাকা জজ কোর্ট এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সরবরাহ নিশ্চিত করতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে আদালত এলাকায় নেটওয়ার্ক সমস্যার সমাধান, নেটওয়ার্ক পুনঃস্থাপন করা এবং বিরামহীনভাবে নেটওয়ার্ক চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আজ (৩০ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক বরাবর ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়েছে।
মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং লিগ্যাল এইড সংগঠন আইন সেবার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল কায়েস খান এ নোটিশ পাঠান।
+ There are no comments
Add yours