আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। গণসমাবশ উপলক্ষে ৩ দিন আগেই রাজশাহীতে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।
তাদের দাবি- বাস বন্ধ হয়ে গেলে তারা সমাবেশে আসতে না পারায় তারা আগেই রাজশাহীতে চলে এসে আত্মীয়ের বাড়িতে থাকছেন।
এর আগে দুপুরে বগুড়ার, শিবগঞ্জ, সিরাজগঞ্জ ও নাটোর থেকে আসা নেতাকর্মীদের রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে দেখা যায়। তাদের কেউ কেউ মঙ্গলবার এসেছেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, যেহেতু ভোর থেকে পরিবহন ধর্মঘট। সকালের আগেই রাজশাহীতে বিএনপির এক থেকে দেড় লাখ নেতাকর্মী চলে আসবেন। পর্যায়ক্রমে আরও নেতাকর্মী আসবেন।
বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, নেতাকর্মীরা রাতে সমাবেশস্থলের আশপাশের এলাকায় থাকবেন।
যদিও রাত থেকে সমাবেশস্থলে প্যান্ডেল তৈরির কাজ শুরু হবে। ইতোমধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন।
+ There are no comments
Add yours