
সুমন পল্লব
হাটহাজারী, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে মালবাহী ট্রাক- প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অতৈয় দেওয়ান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১১ মাইল ফরেস্টগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অতৈয় দেওয়ান উপজেলার কংকা দেওয়ানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, বুধবার দুপুরে হাটহাজারী ১১ মাইল এলাকায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, এসময় অতৈয় দেওয়ার নামে একজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।
+ There are no comments
Add yours