চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবি আদায় না হওয়ায় আজ (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু। চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা ও দেশের বিভিন্ন রুটে গড়ে প্রায় পাঁচ শতাধিক বেশি বাস চলাচল করে থাকে।
এছাড়াও রাজশাহী বিভাগের আট জেলায় একই সময়ে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও বিকেল থেকেই আন্তঃজেলা ও বিভাগ পর্যায়ে বাস চলাচল কমতে থাকে।
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অভিযোগ সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বলেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই।
এই ১০ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সাথে আলোচনা করে আসছিল বাস মালিক ও শ্রমিকেরা। সরকারের পক্ষ থেকে এই দাবি না মানার কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে।
+ There are no comments
Add yours