পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ নভেম্বর সন্ধ্যায় পাবনা শহরের কালাচাঁদ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার অভিযোগ দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা ও আনিসুল হক বাবুর গ্রেপ্তারের পর নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, আগামী ৩ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। অনেকেই আগেভাগেই রাজশাহীতে চলে গেছেন।
কিন্তু শীর্ষ পর্যায়ের অনেক নেতাই পাবনায় রয়েছেন। শহর এবং উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
+ There are no comments
Add yours