মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ছাত্রলীগের ৩ কর্মী।
গতকাল (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে ।
আহতরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সুমন প্রধান (২৪) ও ছাত্রলীগ কর্মী নিঝুম (১৮) ও আরিফ (১৯)।
এর মধ্যে নিঝুম ও আরিফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ছাত্রলীগ নেতা সুমন প্রধানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ সামনে রেখে ও জেলা বিএনপির সদস্য সচিব কারাবন্দী কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে বের করা বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীরা ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা আগামী ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে অস্থিথিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চোরাগোপ্তা হামলা চালিয়ে জানমালের ক্ষতির চেষ্টা করছে।
তিনি আরও জানান, সহিংসতায় জড়িত কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নাম জানা গেছে । তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
+ There are no comments
Add yours