জঙ্গিবাদ প্রচারের অভিযোগে দন্ত চিকিৎসক গ্রেপ্তার

Estimated read time 0 min read
Ad1

জঙ্গিবাদে প্ররোচণার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।

এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম ডা. মো. আবুল কাশেম আলফি (৬২)।

তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে। পেশায় ডেন্টিস্ট ডা. কাশেম রামপুরা থানাধীন বনশ্রীর ৩ নং সড়কের একটি বাসায় বসবাস করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার আসলাম বলেন, গ্রেপ্তার ডা. আবুল কাশেম আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সে নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বইগুলো নিজ উদ্যোগে ছাপিয়ে তার সহযোগী অন্যান্য সদস্যদের কাছে বিতরণ করতেন। বাংলাদেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফেসবুক, ম্যাসেঞ্জার, টেলিগ্রামসহ সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours