রংপুর থেকে রাজশাহী রুটে সকল প্রকার বাস চলাচলে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। ফলে হুট করে রাজশাহীগামী যাত্রী সাধারণ পড়েছেন চরম বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায় রাজশাহী রুটের বেশির ভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
কাউন্টারগুলো থেকে বন্ধ করে দিয়েছে টিকেট বিক্রি। বাস শ্রমিকেরা অলস সময় পার করছেন। তবে রংপুর বিভাগের আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী সহ বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ রয়েছে।
সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে অবৈধ ত্রি-হুইলার চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স-সংক্রান্ত জটিলতা নিরসন ও পুলিশি হয়রানি বন্ধ করা সহ ১০ দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় এই ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত এক যৌথসভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব এ ঘোষণা দেন।
এদিকে আগামী শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ডেকেছে।বিএনপির কর্মসূচিকে ঘিরেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোনো যোগসূত্র নেই।
+ There are no comments
Add yours