শীতে অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল ফেরত দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ (১ ডিসেম্বর) সকালে উপজেলার ১০টি ইউনিয়নে বরাদ্দকৃত কম্বলগুলো ভ্যানযোগে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে ফেরত দেন চেয়ারম্যানরা।
পরে ফেরত দেওয়া কম্বলগুলো উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়। কম্বল ফেরত দেওয়ার পর থেকেই নানা আলোচনা-সমালোচনার চলছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, বাকি তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আগামী রোববার কম্বলগুলো ফেরত দেওয়া হবে।
ইউপি চেয়ারম্যানরা জানান, শীতে অসহায় ও দরিদ্রদের জন্য শাহজাদপুরের ১৩টি ইউনিয়নে ৩৫০ পিস করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ দেওয়ার পরে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা কম্বল বিতরণের তালিকা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন চেয়ারম্যানদের জানান যে, বরাদ্দকৃত কম্বলগুলো থেকে এমপি প্রতিটি ইউনিয়নের বরাদ্দ থেকে ২০০ পিস করে কম্বল নিজে বিতরণের জন্য চেয়েছেন।
+ There are no comments
Add yours