নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মামলার জামিনের দায়িত্ব নিয়েছেন নারারয়ণগঞ্জ সিটি নির্বাচন করে দল থেকে বহিষ্কার হওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।
আজ (১ ডিসেম্বর) ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের পক্ষে তৈমূর আলম খন্দকার অ্যান্ড এস্যোসিয়েট’র প্রতিনিধি আলাল খন্দকারের বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
সেই বার্তা সূত্রে জানা যায়, বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানায় পুলিশ কর্তৃক গায়েবি ভৌতিক মামলা দেওয়া হচ্ছে।
এসব মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের উচ্চ আদালত থেকে নিজ দায়িত্বে বিনা পারিশ্রমিকে জামিনের ব্যবস্থা করবেন তৈমূর আলম খন্দকারের জৈষ্ঠ কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব নেতা-কর্মী এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী কর্তৃক গায়েবি ভৌতিক মামলার শিকার হয়েছেন তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ ঢাকাস্থ মেহেরবা প্লাজায় এড. তৈমূর আলম খন্দকারের চেম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
+ There are no comments
Add yours