বিশেষ চাহিদাসম্পন্ন অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।
প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। নারী প্রতিবন্ধীরা সবদিক থেকেই বৈষম্যের শিকার হচ্ছে দাবি করে তারা বলেন, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধী নারীদের চাকরিসহ সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক ।
মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আগামী ৩ ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ২০১৮ সালের ১১ এপ্রিল কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্রে যোগদানের বিশেষ নিয়োগ ব্যবস্থা চালু করার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে এটি বাস্তবায়নের দাবি জানাই।
+ There are no comments
Add yours