দোহার লুসাইল স্টেডিয়ামে শুক্রবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুন। গোলহীন ম্যাড়মেড়ে ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ভিনসেন্ট আবুবকর।
১৯৯৮ সালের বিশ্বকাপে সর্বশেষ গ্রুপ পর্বে হারার পর প্রায় ২৪ বছর সময়ের মধ্যে সবগুলো বিশ্বকাপে খেলে একটিও গ্রুপ পর্বের ম্যাচ হারেনি সেলেসাওরা। এবার তাদের সেই অবিশ্বাস্য রেকর্ডযাত্রা থামাল এবার ক্যামেরুন।
ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ বিশ্বকাপে রানার আপ হয়েছিল ব্রাজিল। তবে সেবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নরওয়ের কাছে হেরেছিল সেলেসাওরা। এরপর কেটেছে দুই যুগ।
এই সময়ে অনুষ্ঠিত পাঁচ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। এবারের গ্রুপ পর্বে সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে সংখ্যাটা ১৭তে নিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে নতুন এক রেকর্ডের মালিক হয় ব্রাজিল।
গ্রুপ পর্বে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা আগে ছিল ফ্রান্সের। টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিল এমবাপে-জিরুডদের দল। ১৭ ম্যাচ অপরাজিত থেকেই সেই রেকর্ডটাই ভেঙেছিল ব্রাজিল। কিন্তু রেকর্ড গড়ার তিন দিনের মাথায়ই সেই যাত্রা আবার থামিয়ে দিল ক্যামেরুন।
+ There are no comments
Add yours