
মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইউএনও এর মোবাইল নাম্বারের সঙ্গে সাদৃশ্য রেখে সিম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণা করে যাচ্ছেন এক অজ্ঞাত প্রতারক।এই নাম্বার যেহেতু জনপ্রতিনিধি সহ অনেকের কাছে সেভ রয়েছে তাই এই ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
ওই প্রতারক ইউএনও মিল্টন রয়ের নাম ভাঙিয়ে বিভিন্ন জনকে নানা বিষয়ে ফোন দিচ্ছে বলে ইউএনও এর ফেসবুক পেজ থেকে জানা যায়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এর সীতাকুণ্ড দাপ্তরিক (অফিসিয়াল) মোবাইল নাম্বার:+৮৮০১৮৩৭৭১১৪৫০
অজ্ঞাত প্রতারকের নাম্বার: +৮৮১৮৩৭৭১১৪৫০ (১ টি ডিজিট কম +৮৮ এর পর শূন্য নেই) কিন্তু যাদের মোবাইলে ইউএনও এর মোবাইল নাম্বার সেভ আছে। প্রতারকের এই নাম্বার থেকে কল দিলেও যে নামে সেভ করা সেই নাম ই উঠছে।ওই প্রতারক বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনকে কল দিচ্ছে যার সাথে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ডের কোন সম্পর্ক নেই।
+ There are no comments
Add yours