পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের, দেড় ফুট প্রস্থের একটি মৃত ইরাবতি ডলফিন।
আজ (৪ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করে। ৪ ফুট দৈর্ঘ্যের ওই ডলফিনটির মুখে ক্ষত রয়েছে।
জানা যায়, রাতের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে এসেছে। চার ফুটের এই বাচ্চা ডলফিনটির মুখে ক্ষত রয়েছে। তাদের ধারণা তিন-চার দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।
ডলফিন রক্ষা কমিটির সদস্য বাচ্চু জানান, ঠিক কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
সর্বশেষ অক্টোবরে ৫ ফুটের একটি শুশুক ডলফিন ভেসে আসে। এ পর্যন্ত চলতি বছরে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।
+ There are no comments
Add yours