গত ৫ দিনে সারাদেশে বিএনপির ১ হাজার ৩১ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৩০ নভেম্বর রাত থেকে ৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩ ডিসেম্বর রাত থেকে ৪ ডিসেম্বর দুপুর পর্যন্ত ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশ থেকে খবর নিয়ে পরবর্তীতে সম্পূর্ণ তালিকা করে অবহিত করব।
দেশব্যাপী গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ভীষণ অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতরাতে তার বাসায় পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রীর বড় ভাই অরাজনৈতিক ব্যক্তি আব্দুর রহমান সোহেলকে গ্রেপ্তার করে। ৬৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শ্যামল এবং রানা, ছাত্রদলের সহ-সভাপতি আবুল মনসুর হাওলাদার, ধানমন্ডি থানার যুবদল নেতা জাকির, মিঠু ও টুটুল, নিউমার্কেট থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিক, নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
+ There are no comments
Add yours