বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি।
বিশ্বের শিল্পোন্নত ও বড় অর্থনীতির দেশগুলোর জোট জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারত দায়িত্ব নেওয়ার পর বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জি২০ সেই এজেন্ডা গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ ওই সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমাদের নেতারা এই সম্পর্কটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমি আশা করি জি২০ জোটে তারা এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করবেন। যা এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খা পূরণে সাহায্য করবে।’
‘আমাদের সম্পর্ক, এই বন্ধন অত্যন্ত দৃঢ়, শক্তিশালী। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের উভয় দেশের জনগণের আত্মত্যাগ এবং ভারতের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার কারণে এই সম্পর্ক দৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি উভয়েই জি২০ তেও মোদি খুব গঠনমূলক ভূমিকা পালন করবেন।’
জি২০ জোটের সভাপতি হিসেবে গত ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে ভারত। সদ্যই শুরু হওয়া নিজের সভাপতিত্বের সময় ১০টি অতিথি দেশের মধ্যে এখন পর্যন্ত কেবল বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি।
+ There are no comments
Add yours