বগুড়ায় ছাত্রলীগের নতুন কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ৫২ জনের নামে মামলা হয়েছে।
গতকাল (০৪ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে করে শনিবার রাতে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান। রাত ৯টার দিকে ক্যাম্পাসে পৌঁছার পর তারা কর্মীদের বাইরে রেখে অধ্যক্ষের বাসভবনের ভেতরে যান।
মামলায় অভিযোগ করা হয়েছে, ক্যাম্পাসে পৌঁছার আগেই অভিযুক্তরা ওৎ পেতেছিল। তাদের দেখার পর গালিগালাজ শুরু করে। নিষেধ করায় লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে নবগঠিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান এবং বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বিরসহ কয়েকজন আহত হয়।
+ There are no comments
Add yours