জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।
আজ (০৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন। আর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে বেতন দেওয়া হয়, তাতে আমাদের সংসার চালানো কষ্টকর। আমার সন্তানদের পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজ পথে এসেছি। আমাদের দাবি একটাই-আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।
তারা আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ না দিলে তাদের চাকরি স্থায়ী করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরাও চাই তাদের চাকরি স্থায়ী হোক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমরা আবারও কথা বলব।
+ There are no comments
Add yours