সেনবাগ থানা পুলিশ অভিযান ডমুরুয়া ইউপির মতইন গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ ২ ডাকাতকে আটক করেছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাত ০২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই বদিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলার ডমরুয়া ইউপি’র মতইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন – ওমর ফারুক (২৬), পিতা- হারুনুর রশিদ,গ্রাম- বারগাও, কবিরাজ বাড়ি, থানাঃ সোনাইমুড়ি ও মোঃ আজাদ প্রকাশ রনি (২১), পিতা- মোঃ ইউসুফ সাং- খাজুরিয়া, উত্তরপাড়া, ভূঁইয়া বাড়ী, থানাঃ সেনবাগ,নোয়াখালী।
পুলিশ জানায় অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ১০/১২ জন সহযোগী আসামী কৌশলে পালিয়ে যায়।
আটকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ১ টি লোহার কাটার, ০২ টি প্লাষ্টিকের হাতলযুক্ত চাপাতি, ১ টি স্টিলের হাতলযুক্ত চাপাতি, ১টি প্লাষ্টিকের হাতলযুক্ত ছোরা, ২ টি কাটার প্লাস, ১টি স্টীলের রেঞ্জ, ১টি গাড়ির ঢাকা খোলার হুইল রেঞ্জ, ৮। ০১ (এক)টি হাতুড়ি, ৯। ০৩ (তিন)টি লোহার রড,৩টি স্ক্রু ড্রাইভার, ১টি প্লাষ্টিকের হাতল যুক্ত কাটার, ১টি শাবল, ১টি লোহার কোরাবাই, ১টি লোহা কাটার হেস্কু ব্লেড ও ১টি লাল স্কচটেপ মোড়ানো হাতলযুক্ত বাই-সাইকেলের চেইন সহ আটক করা করা হয়।
আটককৃত আসামীদের দখল হতে উদ্ধারকৃত সরঞ্জামাদির বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই, বরং ডাকাতির সংঘটনের উদ্দেশ্যে পলাতক আসামীগনসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহন করছিলেন বলিয়া স্বীকার করে।
+ There are no comments
Add yours