বাগেরহাট জেলা জামায়াতের শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি ককটেল, লাঠি উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজ (৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ আরিফুল ইসলাম (৩২), মো. মোক্তারুজ্জামান (২৪), হাম্মাম বিন আজাদ (৩৩), মো. তারিকুল ইসলাম (২৭) ও মো. জাকারিয়া (৪০)।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এটিকে গায়েবি ও হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের সহসভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।
বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
+ There are no comments
Add yours