অপপ্রচারের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পর্কে গত ২৮ নভেম্বর জাতীয় একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য জাতীয়ভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ২৮ নভেম্বর উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ওই পত্রিকাটি সরকারের অপপ্রচারে লিপ্ত থাকে বলে ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ বিজন কুমার চন্দ। তিনি লিখিত বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। গত ২৮ নভেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন লাখো জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বত:স্ফুর্ত নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ওই সম্মেলন। কিন্তু একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ২৮ নভেম্বর অনলাইন সংস্করণে উদ্দেশ্যমূলক সংবাদ পরিবশেন করা হয়। ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, সম্মেলনের শুরুর নির্দিষ্ট সময়ে দেয়া হয়েছিলো অপরাহৃ ২টায়। দুপুর ২টার মধ্যেই পুরো মাঠ এবং তৎসংলগ্ন এলাকা জনারণ্যে পরিণত হয়। অথচ জনমনে নেতিবাচক ধারণা দেওয়ার হীন উদ্দেশ্যে বেলা ১২টার দিকে কিছু আসন খালি থাকার দৃশ্য ধারণ করে তা জাতীয় একটি দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়।

এর মাধ্যমে জামালপুর জেলা আওয়ামী লীগের সুসংহত সাংগঠনিক সামর্থ্যকে জাতির কাছে নেতিবাচক-ভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমরা মনে করি। লিখিত বক্তব্যে তিনি বলেন, জামালপুর আওয়ামী লীগের দুর্গ মির্জা আজম এমপির জেলা। সেই দুর্গের বাস্তব চিত্র আড়াল করে ওই জাতীয় দৈনিকে জামালপুর প্রতিনিধির মাধ্যমে যে চিত্র ওই পত্রিকায় প্রকাশ করেছেন, এতে জামালপুরের সার্বিক উন্নয়নের রূপকার মির্জা আজম এমপির ভাবমূর্তিকে খাটো করার অপচেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি।

সংবাদ সম্মেলনে আগামী দিনগুলোতে জামালপুরের সার্বিক উন্নয়ন কর্মকর্তা সহযাত্রী হিসেবে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ হৃদয় ইসলাম, জামালপুর
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours