বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার এর পূর্ব পাশের আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং এর মালিক আবু নঈম, পিতা: সালেহ আহমদ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ বিকাল ৩:০০ টার সময় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন এর নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী নিউ শোভরন ডায়াগনষ্টিক সেন্টার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টার টিতে বিভিন্ন অনিয়ম চোখে পরে, দেখা যায় পূর্বেই ডায়াগনস্টিক সেন্টার এর প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তার এর স্বাক্ষর রাখা,ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী পাওয়া যায় নাই। ল্যাব পরিচালনার কাগজ পত্র দেখতে গেলে দেখা যায় সব কাগজ মেয়াদোত্তীর্ণ।
ডায়াগনস্টিক সেন্টার টিতে অনিয়ম দেখতে পেয়ে ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করে বন্ধ করে দেন এবং এর মালিক জনাব আবু নাঈমকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ ১(এক) লক্ষ টাকা জরিমানা করেন।
+ There are no comments
Add yours