
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুরঃ
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। তিনি তিনটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। সাজাপ্রাপ্ত আসামী হলেন ফেনী জেলার সদর থানার দেবীপুর গ্রামের মজলের রহমানের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৫৮)।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সফিকুল ইসলাম খান জানান, ফেনীর একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন ২০১২ সাল থেকে এ কারাগারে বন্দি রয়েছেন। শনিবার সকালে তিনি কারাগারের ভিতর অজ্ঞান হয়ে পড়েন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন যাবত পার্লস নষ্ঠ (লেজ ভেন্টিকুলার ফেইলুর) রোগে ভুগছিলেন।
কারা কর্মকর্তা আরো জানান, ফেনীর একটি হত্যা মামলায় ২০০৮ সালে আদালত নিজাম উদ্দিনের মৃত্যুদন্ডের আদেশ দেন। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আপীল করলে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
+ There are no comments
Add yours