আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে। যদিও সমাবেশস্থল নির্ধারণ নিয়ে এখনও দেন-দরবার চালিয়ে যাচ্ছে দলটি।
পুলিশ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে বিএনপিকে। কিন্তু এ প্রস্তাবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সাড়া মেলেনি।
তাদের দাবি, নয়াপল্টন অথবা আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে সমাবেশের অনুমতি দিতে হবে। এর বাইরে কোথাও অনুমতি দিলেও সেখানে যাবে না তারা।
সমাবেশের আর মাত্র তিন দিন বাকি। এখন পর্যন্ত সমাবেশস্থল নির্ধারণ না হওয়ায় সংশয়ে রয়েছেন নেতাকর্মীরা। এ অবস্থার মধ্যে আজ সন্ধ্যায় দলটির কয়েকশ নেতাকর্মী রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
আজ (৬ ডিসেম্বর) বিকেল থেকেই অল্প অল্প করে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় থেমে-থেমে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন তারা। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কয়েকশ নেতাকর্মী সেখানে অবস্থান করছিলেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এবং আশপাশের গলিতে অন্যান্য দিনের তুলনায় আজ বিপুল পরিমাণ পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানও এনে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচুর ব্যানার-ফেস্টুন আনা হয়েছে। এছাড়া, খাবার রান্না করার জন্য ডেকোরেটর থেকে হাড়ি-পাতিলও এনে রাখা হয়েছে সেখানে।
+ There are no comments
Add yours