উপজেলা ছাত্রলীগকে নিয়ে কোন ষড়যন্ত্র হয়, হাটহাজারী অচল করে দেয়া হবে-ইউনুস গনি চৌধুরী

Estimated read time 1 min read
Ad1

সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের তৃনমূলের সকল নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করতে হবে।উপজেলা ছাত্রলীগকে নিয়ে কোন ষড়যন্ত্র হয়, ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ফরহাদাবাদ থেকে বুড়িশ্চর সহ পুরো হাটহাজারী উপজেলাকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।গতকাল শনিবার(৭নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাসস্টেশন চত্বর এলাকায় দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করতে বিভিন্ন পরিকল্পনা করছে হাটহাজারীতে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আওয়ামীলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠন মিলে তা প্রতিহত করবে বলেও তিনি জানান।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান ও চেতনা ৭১ উপজেলা সভাপতি ইকবাল বাপ্পির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহ নেওয়াজ চৌধুরী,উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মন্জুরুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ওসমান কবির রাসেল,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো:শাহেদ,মোঃ জাবেদ, চেতনা ৭১ এর মুন্না সহ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরু হওয়ার পুর্ব মুহুর্তে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগদেন।সমাবেশ শেষে ইউনুছ গনি ও মঞ্জুরুল আলমের নেতৃত্বে চট্টগ্রাম নাজিরহাট সড়ক হয়ে কাচারী সড়ক,জাগৃতির মোড় হয়ে রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বর এসে গণ-মিছিল শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours