
প্রবাসীদের আয়ের বড় একটি অংশ ভিনদেশি এয়ারলাইন্সে যাতায়াতের পরিপ্রেক্ষিতে সরকার প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমান সংযুক্ত করেছে।
কষ্টার্জিত অর্থ দেশের বাহিরে চলে না যায় সেজন্য প্রবাসীদের যাতায়াতে নিজ দেশের বিমান ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।
গতকাল(০৬ ডিসেম্বর) সার্কের সিটি টাওয়ার হোটেলে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
আবু বক্কর সিদ্দিক আরও বলেন প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
+ There are no comments
Add yours