
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ ওরফে লিটন আকন্দ এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আজ (৭ নভেম্বর) ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন আকন্দের বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে ময়মনসিংহ মহানগর ও উত্তর জেলা বিএনপি।
এতে বলা হয়, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করে চলমান আন্দোলনকে থামিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করছে সরকার।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours