গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। র্যাঙ্কিয়ে সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছে ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাত ধাপ এগিয়ে ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওঠে এসেছেন তিনি।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আর এই সিরিজে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বল হাতে ৫ উইকেট শিকার করেন সাকিব। গতকাল দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন দুই উইকেট।
অপরদিকে এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে।
আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
+ There are no comments
Add yours