সুনামগঞ্জের মাছ বাজারে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিলুপ্ত এই মাছটি ধরা ও বিক্রি উভয় আইনত নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশ্যেই বিক্রি হয় মাছটি।
গতকাল (৭ ডিসেম্বর) সুনামগঞ্জ পৌর মাছ বাজারে গিয়ে দেখা মিলে ২৮ কেজির এ বাঘাইড় মাছটি। বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদী থেকে জাল দিয়ে বিশাল এই মাছ ধরেন স্থানীয় ৪ জেলে।
পরে তারা সুনামগঞ্জের মাছ বাজারে এনে মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে চলে যান। সুনামগঞ্জের বাজারে মাছটি বড় হওয়ায় অনেকেই দাম দর করতে থাকেন।
কিন্তু অধিক দাম হওয়ায় পুরো মাছটি কিনতে পারেননি কোনো ক্রেতা। পরে বিকেলের দিকে মাছটি কেটে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
এ বিষয়ে মন্তব্য জানতে জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
+ There are no comments
Add yours