জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে, তাকে না পেয়ে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে রোবায়েত ইসফাক প্রিতমকে তুলে নিয়ে গেছে পুলিশ।
৭ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা ঘিরে ফেলে সিদ্ধরগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের শতাধিক সদস্য।
মনিরুলের স্ত্রী নিলুফার ইসলাম বলেন, গভীর রাতে আমার বাড়িতে পুলিশ সদস্যরা তল্লাশির নামে বাড়ি-ঘর তছনছ করেছে। আমার স্বামী এর আগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
সম্প্রতি নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, সেখানে তিনি আসামি নয়। রাজৈনতিক মামলায় তিনি জামিনে আছেন। এরপরও পুলিশি হয়রানি করা হচ্ছে। বাড়িতে অভিযান চালিয়ে রবিকে না পেয়ে জোর করে আমার ভার্সিটি পড়ুয়া ছেলেকে তুলে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমার ছেলে কখনো কোন মিটিং-মিছিলে যায়নি। রাজনীতি করে ওর বাবা। এই কথাগুলো পুলিশ সদস্যদের বারবার বলার পরেও তারা আমার ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। এছাড়াও তারা খুব বাজে ব্যবহার করেছে, যা কোনোভাবেই কম্য নয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতমকে থানায় আনা হয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
+ There are no comments
Add yours