বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
বুধবার(৭ ডিসেম্বর) সকালে খবর বাংলাকে তিনি বলেন, ‘তাদেরকে (বিএনপি) নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এবিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।’
এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এই কর্মকর্তা এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে মতিঝিলের উপকমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য।’ ‘সেসময় বিভিন্ন স্পট দেখার পর নয়াপল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল, পরে আমরা ডিএমপির পক্ষ থেকে তা না করে দিয়েছি।’
অপর এক প্রশ্নের জবাবে উপকমিশনার হায়াতুল বলেন, ‘মঙ্গলবার রাতেও বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলেছি। সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটিও আলোচনা করে সমাধান করব।’ ‘কিন্তু নয়াপল্টনের মতো উম্মুক্ত জায়গা বা অনুমোদনহীন বা বিনা অনুমতিতে আর কোনো জায়গায় তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না’—যোগ করেন তিনি।
+ There are no comments
Add yours