খানকায়ে গাউছিয়া নোয়াবিয়া মঈনীয়া মাইজভান্ডারী’র উদ্যোগে ঈদ -এ- মিলাদুন্নবী উদযাপন

Estimated read time 1 min read
Ad1

 

প্রেস বিজ্ঞপ্তি

 

খানকায়ে গাউছিয়া নোয়াবিয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া এর ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ -এ- মিলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল ৯নভেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
সূফীকুলের শিরোমনি, শাইখুল ইসলাম, হজরাতুলহাজ্ব শাহ সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল
হোসাইনী মাইজভান্ডারী (কুঃছিঃআঃ)এর নয়নের
মণি, আওলাদে গাউছুল আযম,আলহাজ্ব শাহসূফী
সৈয়দ সহিদ উদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল – হোসাইনী মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা রফিক উদ্দীন ছিদ্দিকী
বিশেষ বক্তার বক্তব্য উপস্থাপন করেন শাহজাদা আলহাজ্ব মাওলানা মোঃ আশরাফুল আলম ও মাওলানা মুহাম্মদ রবিউল হোসেন আল ওয়াইসী,

মাহফিল পরিচালনায় ছিলেন-
খানকা শরিফ এর প্রতিষ্ঠাতাঃ- খলিফায়ে গাউছুল আজম পীরে তরিকত হযরত কাজী মোহাম্মদ মহিউদ্দিন জিলানী শাহ্ আল-মাইজভান্ডারী (রাঃ)
এর সুযোগ্য পুত্র
শাহজাদা কাজী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল-
মাইজভান্ডারী।
শাহজাদা কাজী মুহাম্মদ আলাউদ্দিন আল-
মাইজভান্ডারী,
শাহজাদা কাজী মুহাম্মদ সালাউদ্দিন আল-
মাইজভান্ডারী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours