বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মাহবুবুল আলম রবিন ও রহমতুল্লাহ নামের দুজনকে আটক করেছে পুলিশ। আটকের সময় রবিন নিজেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন।
আজ (৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রবিনকে আটক করা হয়। আটকের পর জোর করে পুলিশের মোটরসাইকেলে তোলার সময় তিনি ‘খালেদার মুক্তি চাই’ বলে শ্লোগান দিতে থাকেন।
এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, বিএনপি অফিসের সামনে তিনি সাংবাদিক পরিচয়ে ছবি ও ভিডিও নিচ্ছিলেন। এসময় সন্দেহ হলে তাকে কার্ড দেখাতে বলা হলে তা দেখাতে পারেননি। এরপর তার মোবাইল চেক করে জানা যায় তিনি ছাত্রদল করেন।
এদিকে বিএনপি কার্যালয়ের সামনে ছবি ও ভিডিও নিতে এসে রহমতুল্লাহ নামের আরেএ বিএনপিকর্মীকে আটক করা হয়েছে। আটকের সময় নিজেকে বিএনপি সমর্থক পরিচয় দিলেও পেশায় তিনি একজন গার্মেন্টসকর্মী বলে জানান।
কী কারণে তাকে আটক করা হয়েছে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি পুলিশ।
+ There are no comments
Add yours