কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের টপ ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নয়জন কৃতি শিক্ষার্থী।
আজ (৯ ডিসেম্বর) ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।
বাংলাদেশি শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্বের ফল হিসেবে ১০টি কেমব্রিজ লানার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ শিক্ষার্থী কেমব্রিজ ইন্টারন্যাশনালের কোর্সে পড়াশোনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
+ There are no comments
Add yours