রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Estimated read time 1 min read
Ad1

 

 

রানা মোল্লা,রামগড়,খাগড়াছড়ি:
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এবং সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুনীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে প্রদ্ধাঞ্জলী নিবেদন, বেলুন উড়িয়ে রামগড় বাজারের মূলসড়কে র্যালি শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।

জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আছান উল্যাহ, সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ, যুবলীগ নেতা কাজী জিয়াউল হক শিপন, যুবলীগ নেতা সুমন বড়ুয়া, যুবলীগ নেতা খাজা নাজিম উদ্দিন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, যুবলীগ নেতা মো: শাহজাহান, যুবলীগ নেতা ওমর ফারুক সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours