মানিকগঞ্জে ১২ দিনে বিএনপির ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার

Estimated read time 1 min read
Ad1

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।

বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ১২ দিনে জেলায় বিএনপির অন্তত ৩৭  নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে সরকার পুলিশ ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

নতুন করে গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী মো. রেজা মিয়া ও দিঘুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হুমায়ুন কবির। এ ছাড়া সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মী মো. রজ্জব আলী।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির জানান, গণসমাবেশের ভয়ে আওয়ামী লীগ সরকার অস্থির হয়ে পড়েছে। পুলিশের সহায়তায় বিএনপির নেতা-কর্মীদের নামে কাল্পনিক-গায়েবী মামলা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় মামলা রয়েছে। সামনে বিজয় দিবস, থার্টি ফাস্ট নাইট ও জঙ্গি-বিরোধী তৎপরতা চালাতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ এবং এই অভিযান মাসব্যাপী চলবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours