নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কে চেকপোস্ট-তল্লাশি, আটক ৬

Estimated read time 1 min read
Ad1

নাশকতা রোধে সড়ক-মহাসড়কে আটটি চেকপোস্ট বসিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নিরাপত্তার স্বার্থে সাড়ে আটশর বেশি পুলিশ সদস্য কাজ করছেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।

আজ (১০ ডিসেম্বর) মৌচাক এলাকার চেকপোস্টে বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন কুমিল্লা উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ফারুক হোসেন মিয়াজি (৩৭)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত খালেক হোসেনের ছেলে। তবে আটক বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে, নারায়ণগঞ্জের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়া, পাগলা ও বালুব্রিজসহ আট স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়োন্দা পুলিশ নজরদারি চালিয়ে যাচ্ছেন। এছাড়া জেলা পুলিশের সঙ্গে র‌্যাব ও হাইওয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours