আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না হুঁশিয়ারি দিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস, দিবসটি সারাবিশ্বে পালন করে, অথচ বাংলাদেশের মানুষের মানবাধিকার নেই।
আজ (১০ ডিসেম্বর) পল্টনের দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী পথচারীদের মোবাইলে ফেসবুক, হোয়াসঅ্যাপ ও গ্যালারি চেক করছে। একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর কায়দায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এমনটা করছে। যা ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
তিনি বলেন, সরকার ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আইসিইউতে আর মানবাধিকারকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। আইসিইউতে থাকা গণতন্ত্রকে সুস্থ করার জন্য গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে আজকে মানবাধিকার দিবসে রাজপথে নেমেছে গণঅধিকার পরিষদ।
+ There are no comments
Add yours