স্পোর্টস ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন ৩ বাংলাদেশী ক্রিকেটার।প্রস্তাব ফিরিয়ে দেওয়া ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল,মাহমুদুল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।
ক্যারিবীয় অঞ্চলের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে, আর তাই আসন্ন সিপিএলের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।আসন্ন সিপিএল খেলতে প্রস্তাব দেওয়া হয়েছিল এই তিন ক্রিকেটারকে।বর্তমান করোনা পরিস্থিতি ও সামনে ডিপিএলকে গুরুত্ব দিয়ে সিপিএল খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই তিন ক্রিকেটার।
সিপিএল না খেলার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান: ঢাকা প্রিমিয়ার লিগে আগে থেকে কমিটমেন্ট এর কারনে মুলত সিপিএলকে না করেছি।যদিও ডিপিএল স্থগিত রয়েছে, তবুও মাঠে গড়ানোর অপেক্ষায় আছি।এছাড়া ট্রাভেলের একটা ব্যাপার রয়েছে।করোনার এই পরিস্থিতিতে তাই কোন ঝুঁকি নিতে চাই না।
সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে রিয়াদ জানান: বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি খুব একটা ভাল না।প্রস্তাব পাওয়ার পর আমি আমার পরিবারের সাথে আলোচনা করেছি। আমি আমার পরিবার থেকে সম্মতি পাইনি।পরিবারকে টেনশনে ফেলে যাওয়াও উচিৎ নয়।তাই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কেবি/রায়হান-কক্স
+ There are no comments
Add yours