নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
৯ ডিসেম্বর রাতে মোরেলগঞ্জ পৌরসভার রওশনআরা মহিলা কলেজ এলাকায় নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক হওয়াদের পরিবারের দাবি, বাড়ি থেকে ধরে এনে নাশকতার মামলা দেওয়া হয়েছে।
আটক নেতাকর্মীরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, খাউলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম হাং, সদস্য মো. মোস্তাফিজুর রহমান, মো. সুমন খান, আব্দুর রব, মো. আবুল বাসার।
গতকাল (১০ ডিসেম্বর) আটক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ও একটি বিস্ফোরিত ককটেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours