পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ এবং তার সরকার শুধু জনগণের ওপর নির্ভরশীল। কোনো বিদেশি হস্তক্ষেপ অথবা দেশীয় ষড়যন্ত্র আমাদের বিপথে নিতে পারবে না।
আজ (১১ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ প্রেক্ষাপট : মানবাধিকার প্রচার ও সুরক্ষা’ শীর্ষক সেমিনার এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। সরকার ভোটের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। আমরা ভোটের অধিকার রক্ষায়ও প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিচ্ছে। বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্র ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, কেউই সঠিক নয়। সব ক্ষেত্রে বাংলাদেশও সঠিক নয়। কিছু দুর্বলতা বাংলাদেশেরও আছে, তাই সরকার সেসব ক্ষেত্র নিয়ে কাজ করছে।
+ There are no comments
Add yours